নেছারাবাদে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে তম্ময় মিস্ত্রী (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা বেলা আড়াইটার দিকে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তম্ময় মিস্ত্রী স্থানীয় কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনী ছাত্র এবং ধলহার গ্রামের তপন মিস্ত্রীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, দপুরের দিকে বাড়ীর উত্তর পূর্বে পাশের বাগানে প্রতিবেশিরা আমড়া গাছের সাথে ধুতি কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো তম্ময়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তে লাশ সোমবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:১৫ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ