নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় আহত-৩

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় আহত-৩
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫


নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় আহত-৩

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মটরসাইকেল ও অটোরিক্সার সাথে মুখমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে স্বরূপকাঠী টু পিরোজপুর সড়কের উপজেলার ব্রাক অফিস সামনে সড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনার সাথে সাথে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মটরসাইকেল ড্রাইভারকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং অটো রিক্সা চালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, মটরসাইকেল ড্রাইভার স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দ্বদশ শ্রেনীর ছাত্র। রেজিষ্ট্রেশন বিহীন একটি মটরসাইকেল চালিয়ে কলেজে পরীক্ষা দিতে আসার সময় স্বরূপকাঠী ব্রাক অফিসের সামনের সড়কে পৌছালে ওপর দিক থেকে যাত্রী নিয়ে একটি অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মটর সাইকেল ড্রাইভার বাপ্পি উপজেলার সমুদয়কাঠী কাশিপুর গ্রামের নারায়নের ছেলে।
স্থানীয়রা জানান, মটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই দূর্ঘটনা ঘটে। কিছু উঠতি বয়সী ছেলেরা দ্রুতগতিতে মটরসাইকেল চালায় এবং তাদের কোন ট্রেনিং বা ড্রাইভিং লাইসেন্স থাকে না।

অটো রিক্সা চালক মিলন জানান, আমি একজন মহিলা যাত্রী নিয়ে স্বরূপকাঠী থেকে কামারকাঠী যাইতেছিলাম। ব্রাক অফিসের মোড়  পর্যন্ত পৌছালে অপর দিক থেকে একটি মটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে আসায় মোড় গুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে আমার অটোর সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে মটর সাইকেলটি পাশের খাদে ছিটকে পড়ে এবং ড্রাইভার আমার অটো গাড়ীর উপর পড়ে। তখন আমার গাড়ীও পড়ে গেলে আমি ও গাড়ীতে থাকা যাত্রী আহত হই। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নেছারাবাদ অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, মটরসাইকেল দুর্ঘটনা সংক্রান্তে কোন অভিযোগ পাইনি তবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ