আমতলীতে জেলা যুবলীগ নেতা সুহাদ গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জেলা যুবলীগ নেতা সুহাদ গ্রেফতার
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে জেলা যুবলীগ নেতা সুহাদ গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আমতলী শহরে লিফলেট বিতরনের অভিযোগে বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে বরগুনা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রায়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের ছেলে বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলামান আহম্মেদ সুহাদ তালুকদার গত বুধবার আমতলী শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছেন। তার এমন লিফলেট বিতরন ও অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লিফলেট বিতরন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে শুক্রবার আমতলী উপজেলা পরিষদ সড়কের সামনে থেকে তাকে বরগুনা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাকে তারা আমতলী পুলিশে সোপর্দ করেছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বরগুনা ডিবি পুলিশ এলমান আহম্মেদ সুহাদ তালুকদারকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ