বাউফলে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ২

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ২
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


---

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলের তেঁতুলিয়া নদীতে ঢাকা-কালাইয়াগামী এমভি বন্ধন নামের যাত্রীবাহি লঞ্চ  জেলেদের  ট্রলারে ধাক্কা দিলে জুয়েল (৫৮) নামের এক জেলে নিখোঁজ এবং নাহিদ (২৫) ও নাজমুল (৩৫) নামে দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এমভি বন্ধন-৫ নামের একটি দোতালা লঞ্চটি ঢাকা সদর ঘাট থেকে বাউফলের কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি পরের দিন শুক্রবার ভোররাত ৪টার দিকে কেশবপুরের তেতুলিয়া নদীর  মুন্সীর ঘাটের কাছে এসে  একটি মাছ ধরা ট্রলারে স্বজোরে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙ্গে চুরে নদীতে ডুবে যায়। ওই সময় মাছ ধরার ট্রলারটিতে জুয়েল বয়াতী, নাজমুল বয়াতি ও নাহিদ বয়াতি অবস্থান করছিলো। লঞ্চের ধাক্কায় নাজমুল ও নাহিদ আহত অবস্থায় সাতরে তীরে উঠতে সক্ষম হলেও জুয়েলকে পাওয়া যায়নি।  আহত ওই দুই জেলেকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। এ ঘটনায় নিখোঁজ জুয়েল বয়াতীর বাবা আলী হোসেন বয়াতী বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু জানান, নিখোঁজ জুয়েল বয়াতীর সন্ধানে তেঁতুলিয়া নদীতে অভিযান চলছে। জুয়েল বয়াতীর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তাদের বাড়িতে শোকের মাতম চলছে। বন্ধন-৫ লঞ্চটি কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে  ঢাকা ছেড়ে চলে গেছে। এ বিষয়ে বাউফল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় নিখোজের পরিবারের পক্ষ থেকে একটি ডায়রী করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৩ ● ৫৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ