ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
সুনামগঞ্জের ছাতক উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের আহ্বায়ক ও সাদেক আহমদকে সদস্য সচিব করে ১৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ ও সদস্য সচিব মেহেদী হাসান সাকিব স্বাক্ষরিত চিঠিতে ৬মাস মেয়াদে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি অন্য সদস্যরা হলেন—
সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুগ্ম আহবায়ক সাইফ উদ্দিন, মাহদি আশফাক, তাহমিদুর রহমান রিয়াদ, আবু বক্কর, খালেদ আহমেদ রাজেদ, মাসুদ আহমেদ, আব্দুল অজুদ, মাসুম বিল্লাহ, মোঃ সায়েম আহমদ, সায়েদ আহমদ, ফারহান আহমেদ, রায়হান আম্বিয়া, তুহিন আহমেদ ফাহিম, নাইমুর রসিদ, তাজিদুল ইসলাম, আরিফ আহমদ সাজু, নাসিম হাসান অভি, আরিয়ান অনি।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ আহমদ, তাজুল ইসলাম, রবিউল, মাহবুব বারী চৌধুরী নাজী, নুরুল আমিন সাদিক, ফাহিম আহমেদ, জয়নাল উদ্দিন, মাজেদ খান, মুস্তাকিম আহমদ শিপু, আখলাকুর রহমান, আহসান হাবিব, তুহিন আহমদ ফাহিম, মুসাদ্দিক আলি, আব্দুল্লাহ কুরাইশি জয়, আল ইমরান আবির, রিপন মিয়া।
এ ছাড়া কমিটিতে মূখ্য সংগঠক হয়েছেন মোঃ রাকিব উদ্দিন, সিনিয়র মূখ্য সংগঠক হয়েছেন হাফিজ জামিল আহমদ, সংগঠক হয়েছেন হক হাবিবুর রহমান, জাবের আহমেদ, আহসান হাবিব, মাহদি ইসলাম রাইহান, হুসাইন আহমদ, মাছুমা বেগম, রুনা আক্তার, ইমরান, ইমাদ, মেহরাব উদ্দিন জিদান, মোঃ আলমগীর, ইকবাল হাসান, সেলিম মিয়া, জুনেদ আহমদ, মুখপাত্র হয়েছেন সাইদুর রহমান সাইদ,
সদস্য হয়েছেন আব্দুর রব, নাজিম উদ্দিন, লাবলু তালুকদার, সাকিবুর রহমান, নাদিয়া আক্তার, ফারিয়া নৌরিন, মোঃ জাকারিয়া হাসান রাফি, জুনায়েদ আহমদ, সজিবুল ইসলাম, বুশরা ইসলাম, অলি তালুকদার, মোঃ হামিম মিনশাদ ইফতি, মাজহারুল আলম তালহা, আখি আক্তার, সাকিল, নাহিদ আহমদ, জুবায়ের আহমদ, তামিম আহমদ সামি, মাহিন আহমেদ, সিফাত আহমেদ, আবির আহমেদ ফাহাদ, জামিল আহমদ রাজু, অলিউর রহমান নয়ন, মোঃ আলামিন, নাজমুল আলম রাজু, অমিত হাসান, আব্দুল বাছিত, ফরহাদ আহমদ, সানি আহমেদ, কামরান, আলহাজ, জাকারিয়া আহমদ, রিদুয়ান, তানভীর আহমদ, ইদরাক আহমদ, মইনুল ইসলাম, মহসিন চৌধুরী, রোহিতুল হক সাহাত, তৈয়বুর রহমান, রুমান আহমেদ তালুকদার, মির্জা নাঈম, হাসান আহমদ, সুমাইয়া আহমেদ, অনামিকা কনকা, মোঃ এনামুল হক, আকমল হুসাইন, মাহফুজুর রহমান, তাহমিদ আহমদ, মোঃ আলমগীর, উমর ফাহিম, ফরহাদ আল মামুন, মোঃ সৌরব আহমদ, মোঃ শাহ সোনা আলী, আবু সাঈদ সজীব, মাহফুজ রোফেজ, জুবায়ের আহমদ শুভ, সজিবুল ইসলাম, পারভেজ আহমেদ সায়েম, সাকিব হাসান ইমন, মুন্না, কিবরিয়া হাসান, নাইম আহমদ, শফিকুল ইসলাম, মাসুদ আহমেদ সিয়াম, তওহিদুল ইসলাম নাইম, মাহদি হাসান, রেজাউল করিম সুহাগ, রাবেয়া জান্নাত তমা, মাজিদুর রহমান নাইম, তানজিনা আহমেদ, মুজিবুর রহমান ইমন, নাহিদুল নোবেল, মোঃ এনামুল হক, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ আবু সালেহ, সামাদুজ্জামান রাহাত, আকমাল হুসেন, সুমন আহমেদ সাকিব, হাফিজ মইনুল ইসলাম, সানোয়ার হুসেন, কলিম উদ্দিন, জিয়ার নাহিদ, কবির আহমেদ, মাহবুবুর রহমান নাহিদ, সামসুল ইসলাম, মোঃ হাসান, ইমরান, জাকির আহমেদ, এবাদুর, সুমন মিয়া, সাইফুর রাহমান সামি, ফাহিমুর রহমান।
এএমএল/এমআর