সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার!
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫


সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার!

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সিলেট, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও ঢাকা আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনার জড়িত থাকার অভিযোগে আন্ত জেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে অস্ত্র পাইপ গানসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত শুত্রুবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাতগাও ইউপির এলাকায় ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ (৪২ বীর )এর টহল টিম এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযানে চালিয়ে তার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহ ওরফে তাহির উল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৪৫)। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি ড্যামি হ্যান্ডকাপ, ২টি চাইনিজ চাপাতি, ২টি ছুড়ি, ১টি বল্লম সহ এসব দেশী অস্ত্র তার কাছ থেকে উদ্ধার করে মালামাল জব্দ করে যৌথ বাহিনী। গত শনিবার (১ফেব্রুয়ারি) সকালে ছাতক সেনা বাহিনীর ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, আন্ত জেলা ডাকাত সর্দার আবদুল কুদ্দুসের বিরু‌দ্ধে সি‌লেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার ও শা‌ন্তিগঞ্জসহ বি‌ভিন্ন থানার তার বিরু‌দ্ধে একডজন মামলার পলাতক আসামী র‌য়ে‌ছে। তার নিজ না‌মেই এক‌টি ডাকাত বা‌হিনী র‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসী নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্ত জেলা ডাকাত সর্দার আব্দুস কদ্দুসের নেতৃত্বে ছাতক ও জগন্নাথপুর আঞ্চলিক সড়কে রাস্তায় গাছ ফেলে গত ২৪ জানুয়ারি ছাতক এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটেছিল। গত শ‌নিবার(১ফেব্রুয়ারি) দুপু‌রে ডাকাত সর্দার কদ্দুস‌কে থানা থে‌কে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। আদাল‌তে মাধ‌্যমে তা‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৫ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ