কাশিয়ানিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ঢাকা » কাশিয়ানিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫


কাশিয়ানিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার রাত ১০ টায় উপজেলার হাতিয়াড়া সার্বজনীন কালী মন্দির মাঠ প্রাঙ্গণে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই যাত্রা পালা অনুষ্ঠিত হয়।
যাত্রা পালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু। এর আগে তিনি সদর উপজেলা ভেন্নাবাড়ি ভোম ভোলানাথ শিব শংকরী সেবাশ্রমে নাম সংকীর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন হাতিয়াড়া সার্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুধাংশ মৌলিক।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনীন্দ্রনাথ বালা, সাতপাড় সরকারি নজরুল কলেজের প্রফেসর আশিস কুমার বাকচি, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, কাশিয়ানী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দয়াময় মৌলিক, পলাশ বালা সহ অনেক নেতাকর্মী ও হাজারো ভক্তরা উপস্থিতি ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৯ ● ২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ