নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-১

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-১
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫


নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-১

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজরের নেছারাবাদে ডাকাতির প্রস্তুতিকালে শুভঙ্কর চক্রবর্তী (৩৫) নামে ডাকাত সরদার কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বাস্তকাঠী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় জনগন ধৃত করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ডাকাত সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। শুভঙ্কর চক্রবর্তী বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ও কৃষ্ণা চক্রবর্তীর ছেলে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে পুলিশ তাকে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুড়িয়ানা ও বাস্তকাঠী এলাকার বিভিন্ন বসত বাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় লোকজন শুভঙ্করকে ধরে ফেলে এবং তার সাথে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভঙ্করকে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে শুক্রবার গভীর রাতে শুভঙ্করকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। শুভঙ্করের দেয় তথ্য মতে কুড়িয়ানার বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র দা, রামদা, চা-পতি, শাবল, ছুড়ি উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি মোঃ বনি-আমিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে শুভঙ্কর চক্রবর্র্তী নামে একজনকে জনগন ধৃত করে আমাদের সংবাদ দেয়। পরে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি এবং তার দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র দা, রামদা, চা-পতি, শাবল, ছুড়ি উদ্ধার করা হয়। শুভঙ্করের সাথে আরও ৫/৭ জন লোক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা আছে। শনিবার সকালে তাকে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:২৯ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ