চরফ্যাশনে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫


 

---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥ 

ভোলার চরফ্যাশনে জমি বিরোধের জের ধরে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের সাহেব আলী মাঝি গংদের বিরুদ্ধে।

 

শুক্রবার (২৪জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের দক্ষিণ চর মাদ্রাজ ৯নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।

 

ভুক্তভুগী আলতাফ হোসেন জানান, ১০একর ৮শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে  মামলা মোকাদ্দমা চলমান ছিল। বিজ্ঞ আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে আমাদের পক্ষে রায় দেন। এছাড়াও একাধিক মামলা দায়ের করেন প্রতিপক্ষ সে-সব মামলায়ও বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন । সর্বশেষ ২০২৩ আদালতের রায় পেয়ে ১২ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করে একটি টিন সেট ঘর উত্তোলন করে বসবাস করে আসছিলাম। হঠাৎ শুক্রবার সকালে প্রতিপক্ষ সাহেব আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালিয়ে ঘরটি ভাঙচুর করেন এবং ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করেন এবং বসত ঘরের টিন ও অন্যন্য মালামাল  ওই বাড়ির পুকুরে পেলে চলে যান। তিনি আরও জানান,উক্ত সহেব আলী ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলার আসামী সুজনের চাচা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ও গ্রাম পুলিশ খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে সাহেব আলীর নেতৃত্বে  ৭/৮জন লোক এসে আলতাফের বসতঘরটি ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যান।

 

অভিযুক্ত সাহেব আলীকে পাওয়া যায়নি। তবে তার ভাই তছির উদ্দিন জানিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা ঘর উত্তোলন করেছে, তাই ঘরটি ভেঙে দেয়া হয়েছে।

 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:২৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ