কাউখালীতে ১৭৪ কেজি পলিথিন জব্দ; জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ১৭৪ কেজি পলিথিন জব্দ; জরিমানা
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫


 

---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥ 

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

শুক্রবার (২৪জানুয়ারী) দুপুরের দিকে এ অভিযান পরিচালনার নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত দেবনাথ।

এ সময় আইন অমান্য করে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন বিক্রি ও মজুদ করার দায়ে একটি মামলায় শাহাদাত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া দক্ষিন বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত  ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়।এ সময় ওই পলিথিন কেউ দাবী না করায় জরিমানা করা হয়নি।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের আহ্বান জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে ।জব্দকৃত পলিথিন বিধিমোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে পাঠানো হবে। অভিযানের সময় কাউখালী থানা পুলিশের বিশেষ একটি দল সহযোগিতায় ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২১:২২:৩০ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ