নেছারাবাদে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫


 

---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

নেছারাবাদে মোঃ সাব্বির মাহামুদ (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘঁনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাব্বির উপজেলার মাহামুদকাঠী গ্রামের আঃ ছালেকের ছেলে।

জানা যায় সাব্বিরের ঘরের লোকজন স্থানীয় মাহামুদকাঠী বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে যায় সেই সুযোগে সাব্বির ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। সাব্বিরের চাচি ঘরের মধ্যে মোবাইলে রিংটোনের শব্দ শুনে ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে সাব্বির ঝুলে আছে তখন ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া সাব্বিরকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেছারাবাদ থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে এবং এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছিল।

 

বাংলাদেশ সময়: ২১:০১:৩২ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ