কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫


কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় শহীদ জিয়া স্মৃতি টি-২০  ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। বুধবার ২২ জানুয়ারি কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টর উদ্বোধন করেন কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এস. এম আহসান কবীর।
ঐতিহ্যবাহী প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রগতি স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ও উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য লিয়াকত হোসেন তালুকদার, প্রগতি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শহীদ প্রমূখ।
টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করে। রাজাপুর রয়েল, ফ্রেন্ডস ক্লাব পিরোজপুর, কলেজপাড়া একাদশ কাউখালী, রিভার সাইড ক্লাব, কাউখালী ব্যাংকার্স, ব্যাচ-২১ কাউখালী, সরকারি বালক বিদ্যালয়, ব্যাচ ১৬ কাউখালী, কাঠালিয়া ইউনাইটেড ক্লাব, কিশোর টাইগার চিরাপাড়া, ব্লাক টাইগার পিরোজপুর, আমিনবাড়ি সংঘ রাজাপুর, ইস্টবেঙ্গল ক্লাব কাউখালী, ঝালকাঠি একাদশ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৮রানে ব্যাচ ১৬ কাউখালীকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নিবির। খেলা পরিচালনা করেন স্বপন বিশ্বাস ও রাশেদুল ইসলাম।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:২৯ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ