নেছারাবাদের শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫


নেছারাবাদের শহীদ স্মৃতি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ৩৯তম বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) কলেজ মাঠে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ওই ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রিড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, বিশেষ অতিথি বরিশাল বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রায়হান মাহমুদ, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, ওসি মো. বনি আমিন, ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির উদ্দিন তালুকদার ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদ হোসেন, স্বরূপকাঠী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু, জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ আনিচুজ্জামান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। ক্রিড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় পরে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২১ ● ২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ