নেছারাবাদে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, যুবক গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, যুবক গ্রেফতার
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫


নেছারাবাদে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, যুবক গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা থেকে জোড়পূর্বক তুলে নেয়া চেষ্টার অভিযোগে সিফাত হোসেন (২১), মো. মারফ (২৫), মো. হৃদয়(১৯) নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর পিতা মো. গাজী আনোয়ার হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মো. সিফাত হোসেনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। ওপর দুই যুবক উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তা ঘাটে সব সময় বিরক্ত করত। ঘটনার দিন সিফাত পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়ে মাদ্রাসার সামনে অবস্থান করছিল। মাদ্রাসার সামনে গিয়ে সাথে থাকা বন্ধুদের মাধ্যমে ওই ছাত্রীকে ডেকে বাহিরে বের করে। ছাত্রীটি বাহিরে আসলে জোড়পূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি দেখে সবাই মিলে ওই যুবকদের আটকানোর চেষ্টা করলে সিফাতের সাথে থাকা দুই বন্ধু পালিয়ে যায়।

সিফাতের বাবা মিন্টু মিয়া বলেন, আমি দিন মজুর মানুষ। কাজবাজ করে খাই। কি ঘটেছিলো আমি জানিনা। তবে যতদূর জানি ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সখ্যতা রয়েছে। সেই প্রেমের সুবাধে ওইদিন তার ছেলে মেয়েটির সাথে কথা বলতে গিয়েছিল।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থী বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামী সিফাতকে আজ সকালে কোর্টে পাঠানো হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:০০ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ