কাউখালীতে উপজেলা স্কাউটস‘র কমিটি গঠিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে উপজেলা স্কাউটস‘র কমিটি গঠিত
সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫


কাউখালীতে উপজেলা স্কাউটস‘র কমিটি গঠিত

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল সভা সোমবার (২০ জানুয়ারি) সকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবিএম রফিকুল ইসলাম, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার, স্কাউট শিক্ষক বাবুল ঘোষ, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আল মামুন খান ও কাব শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। নির্বাচনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লাকে সভাপতি (পদাধিকারবলে), কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে কমিশনার ও কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানকে সম্পাদক করে ২৫ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪২ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ