চরফ্যাশনে অতিরিক্ত টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ নৌ-উপদেষ্টার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে অতিরিক্ত টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ নৌ-উপদেষ্টার
রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫


নৌঘাটে টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ নৌ-উপদেষ্টার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌঘাটে টোল আদায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

শনিবারে বিকেল সাড়ে ৩টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। এর আগে বেতুয়া লঞ্চঘাটে নবনির্মিত পল্টন-১ টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা।
এম সাখাওয়াত বলেন, আমি চেষ্টা করছি যাতে প্রান্তিক অঞ্চলের উন্নতি হয়। দেশের উন্নতি করতে হলে প্রান্তিক অঞ্চলের উন্নতি করতে হবে। নৌপথ আমরা অধিকতর ব্যবহার করছি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের একমাত্র ভরসা হচ্ছে নৌপথ। নৌপথে শুধু যাতায়াত নয়, সস্তায় মালামাল আনা-নেওয়া যায়।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সহকারী একান্ত সচিব সাজ্জাদ নাঈম, চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিভোলা জেলা সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদি হাছান ও হ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:০৮ ● ২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ