বামনায় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও উত্তোরণ শীর্ষক সেমিনার

প্রথম পাতা » বরগুনা » বামনায় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও উত্তোরণ শীর্ষক সেমিনার
শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫


বামনায় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও উত্তোরণ শীর্ষক সেমিনার

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় শনিবার সদর আর-রশীদ ফাযিল মাদরাসা মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা ও উত্তোরন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশনের বামনা উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আবু জাফর সালেহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের বরগুনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সংগ্রামী আমির হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ মানসুর, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আযাদ, প্রবন্ধ উপস্থাপনা করেন বামনা সরকারী কলেজের প্রভাষক ড. মোঃ আরিফ হোসেন, আরো বক্তব্য রাখেন উত্তর কাকচিড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক পরিষদের বামনা উপজেলার সভাপতি শরীফ মোঃ আব্দুল্লাহ, বামনা সদর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ ওবায়দুর রহমান, শিক্ষক ফেডারেশনের প্রচার সম্পাদক প্রভাষক মোঃ আবু বক্কর সিদ্দিক, ইফতেদায়ী মাদ্রাসা পরিষদের সভাপতি মোঃ মাহমুদুর রহমান প্রমুখ। বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আধুনিক ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার জোর দাবী জানান।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:২৭ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ