গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২৫


গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল ৩ আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি)  ভোরে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলার ‘পোনা’ গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিল  দিপু দাস,  বিশাল নাগ ও হৃদয় মৃধা  নামের তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী অজ্ঞাত একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪৮ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ