গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে পাকিং করে রাখা ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির মোটর সাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালকসহ ২ আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা এগারোটার দিকে গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ডের কাছে নিলখোলা  নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত হেদায়েত খানের ছেলে মোটর সাইকেল চালক রিমু খান (২২) ও সুন্দরদী গ্রামের মৃত রতন তালুকদারের ছেলে শাহজাদা তালুকদার ওরফে শাহিন তালুকদার (৬২)। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিমুল-সিফাত-শাহিক নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পাকিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়া গতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে পাকিং করা ট্রাকের সঙ্গে স্বজোরে ধাক্কা লাগে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমু খানকে মৃত বল ঘোষণা করেন। আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদা তালুকদার মারা যায়। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত  মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে বলে হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৫ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ