কাউখালীতে খেতমজুর সমিতির স্মারকলিপি পেশ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে খেতমজুর সমিতির স্মারকলিপি পেশ
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫


কাউখালীতে খেতমজুর সমিতির স্মারকলিপি পেশ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে সার, বীজ, ডিজেল, বিদ্যুতসহ সকল কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১৪দফা দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে কাউখালী  উপজেলা পরিষদ চত্বরে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসক বরাবর ১৪দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের উপজেলা সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি নেতা নিমাই মন্ডল, উপজেলা খেতমজুর সমিতির নেতা অনন্ত সিকদার প্রমুখ।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৩৬ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ