ছাতকে তারণ্যের উৎসব ও পুরস্কার বিতরণীতে জেলা প্রশাসক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে তারণ্যের উৎসব ও পুরস্কার বিতরণীতে জেলা প্রশাসক
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫


ছাতকে তারণ্যের উৎসব ও পুরস্কার বিতরণীতে জেলা প্রশাসক

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপজেলা ও পৌরসভা ভবন সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি। গত সোমবার(১৩ জানুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ সেরা বাউল অন্বেষণ, বই পড়া ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন ডা. মিলন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাত্র প্রতিনিধি এহসানুল মাহবুব জুবায়ের, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কে এম মাহবুব রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রণব লাল দাস, উপজেলা সমবায় অফিসার কাজী মুহাম্মদ মহসিন, বাউল সৃজিত, বাউল চন্দন মিয়া, বাউল মছকন্দর আলী, উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া পৌঁছলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।
পরবর্তীতে পৌরসভা ভবন পরিদর্শন করে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত ১ম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় পৌর প্রশাসক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাত্র প্রতিনিধি এহসানুল মাহবুব জুবায়ের, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, কর নির্ধারক মোহাম্মদ শহীদুল হক, কর আদায় কারি জামাল উদ্দিন, সহকারী কর আদায় কারি রতন চন্দ্র দে, সহ শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা কর্মচারি, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:৫১ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ