আমতলীতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইমারত নির্মাণ!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইমারত নির্মাণ!
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫


আমতলীতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইমারত নির্মাণ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে মামলার বিবাদী আরিফুল ইসলাম রিপন আকন  ইমারত ও গরুর খামার নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী আশরাফ উদ্দিন তালুকদার এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে সোমবার রাতে।
জানাগেছে, আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের এসএ ৮২৬ নং খতিয়ানের এক একর ২১ শতাংশ জমির মালিক অলি মোহাম্মদ ওয়াকফ এস্টেটের আওলাদগণ। ওয়াকফ এস্টেটের আওলাদগণ (অংশীদারগণ) ওই জমি গত ১’শ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বছর ৩১ অক্টোবর ওই জমিতে আরিফুল ইসলাম রিপন আকন, মোঃ জসিম আকন, ছালাম হাওলাদার ও মোঃ সোহরাফ হাওলাদার জোরপুর্বক দখল করে ইমারত নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় আশরাফ তালুকদার বাদী হয়ে গত বছর ৫ নভেম্বর বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে কাজে নিষেধাজ্ঞা দেন। কিন্তু বিবাদী আরিফুল ইসলাম রিপন ও তার সহযোগীরা আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে সোমবার রাতে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন। মামলার বাদী আশরাফ তালুকদারের অভিযোগ আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার  নির্মাণে বাঁধা দিলে তারা তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী বলেন, আরিফুল ইসলাম রিপন আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন।
প্রতিবেশী সুলতান বিশ্বাস ও নুর মোহাম্মদ মোল্লা বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ওই জমিতে আরিফুল ইসলাম আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত নির্মাণ করেছেন।  তারা আরো বলেন, শত বছর ধরে এ জমি অলি মোহাম্মদ তালুকদারের ওয়াকফ এস্টেট জমির মালিক। তার আওলাদগণ এ জমি ভোগদখল করে আসছেন।
আরিফুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন, আদালতের নিষেধাজ্ঞার কোন নথি পাইনি।এ জমিতে অনেক আগেই ইমারত নির্মাণ করেছি।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা দেয়া আছে। ওই জমিতে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আদালতের আদেশ মতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:০২ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ