নাজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫


নাজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭ টি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার গাওখালী’তে ক্ষতিগ্রস্থ ১২ টি দোকান মালিকদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং শ্রীরামকাঠীতে ক্ষতিগ্রস্থ ৫ টি দোকান মালিকদের শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয় বসে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিটি দোকান মালিকদেরকে ৭ হাজার ৫ শত টাকার চেক এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চঁন্দ্র দাস, উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো: আলতাফ হোসেন বেপারী, শ্রীরামকাঠী বন্দর কল্যাণ  সমিতির সভাপতি নাসির আহম্মেদ মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল, সহ-সভাপতি মোঃ ফারুক হাসান হাওলাদার, মোঃ খোকন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা ও শহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫২ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ