স্বরূপকাঠি কলেজ অধ্যক্ষের ইন্তেকালে শোক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » স্বরূপকাঠি কলেজ অধ্যক্ষের ইন্তেকালে শোক
সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫


স্বরূপকাঠি কলেজ অধ্যক্ষের ইন্তেকালে শোক

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সামসুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —-রাজেউন)। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে বরিশালের বাসায় ইন্তেকাল  করেন। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের মরহুম এম হাসেম আলী মাষ্টারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষের বড়ভাই একেএম সামসুদ্দোহা জানান, বরিশালের সরকারী ব্রজমোহন কলেজ মাঠে আছরবাদ প্রথম জানাযা, তার কর্মস্থল সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে বাদএশা এবং মঙ্গলবার সকাল ৯ টায় সেহাংগল ঈদগাহ মাঠে তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষক নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫২ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ