দুমকিতে মসজিদের ইমামের ৪টা গরু লুঠ!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে মসজিদের ইমামের ৪টা গরু লুঠ!
শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫


দুমকিতে মসজিদের ইমামের ৪টা গরু লুঠ!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদ খতিবের বাড়ি থেকে ৪টা গরু লুঠের অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনীর বিরুদ্ধে জোড়পূর্বক ওই গরু লুটের অভিযোগ ওঠেছে। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে দুমকি থানায় একটি গরু লুঠের লিখিত অভিযোগ করেছেন।
থানা পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদ কারবারি পপি আক্তারের নেতৃত্বে তাশমিম, হিরঞ্ছি ফারুক, সোহেল গাজীসহ ৫/৬জনের দুর্বৃত্তের দল পাওনা টাকার দাবিতে চরগরবদি গ্রামের বাসিন্দা মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ’র বাড়ি থেকে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ ৪টা গরু জোড়পূর্বক ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত আবু সালেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি থানায় অভিযুক্তের বিরুদ্ধে গরু লুঠের অভিযোগ দায়ের করেছেন।
আবু সালেহর দাবি, অভিযুক্তের সাথে তার কোন লেন দেন নেই এবং কোন দিন কখনো কোন টাকা পয়সা আনা নেয়া হয়নি।
অভিযুক্ত পপি হাওলাদারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগ পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার অভিযান চালিয়ে লুঠ হওয়া গরু উদ্ধার করে দুমকি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্তের কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩১ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ