কাউখালীতে ড্রেজার মালিককে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ড্রেজার মালিককে জরিমানা
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫


কাউখালীতে ড্রেজার মালিককে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী কালিগঙ্গা  নদীর সয়না এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সুদীপ্ত দেবনাথ এ জরিমানা আদায় করেন।
জরিমানা দেওয়া ড্রেজার মালিকের নাম আরিফুর ইসলাম সিপন। তিনি পিরোজপুর সদর উপজেলার লোহাকাঠী গ্রামের বাসিন্দা।
কাউখালী নৌ-পুলিশ ফাড়ির  এস,আই শেখ শাহ আলী  বলেন,“কালিগঙ্গা   নদীর সয়না এলাকায় অবৈধভাবে“ মা বাবার দোয়া,তুষার এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ এন্টার প্রাইজ” নামে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।এ খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এবং সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত দেবনাথ নেতৃত্বে  সেখানে অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজার মালিক আরিফুর ইসলাম সিপনকে আটক করে। রাতে   ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জমা দেওয়ার পর রাতে ড্রেজার তিনটি ছেড়ে দেওয়া হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৩:১৪ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ