পায়রা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

প্রথম পাতা » পটুয়াখালী » পায়রা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


পায়রা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

সাগরকন্যা রিপোর্ট॥

নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল এনপিপি, এনডিসি, পিএসসি আজ রোববার দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি  রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলী করা হয়।

উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৫ খ্রি :  পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌপরিবহন মন্ত্রনালয়ে যোগদান করেন।
রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সহকারী নৌ বাহিনী  প্রধান  হিসেবে নৌ সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে


এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ