দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে-জহিরউদ্দিন স্বপন

প্রথম পাতা » বরিশাল » দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে-জহিরউদ্দিন স্বপন
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


দেশের মালিকানা বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় অপরাধের সম্ভাবনা বাড়ছে-জহিরউদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গত পাঁচ আগস্ট ফ্যাসিস্টরা পালিয়ে না গেলে ও আত্মগোপন না করলে লক্ষ লক্ষ ছাত্র-জনতার পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করতো। এ ভয়নক পরিণতি হয় কাদের? যারা জনগণের ক্ষমতাকে কুক্ষিত করেছে, যারা ক্ষমতাকে পারিবারিককরণ করেছে।  দেশের মালিক জনগন। যত বিলম্ব হচ্ছে জনগনকে রাস্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে তত অপরাধের সম্ভাবনা বাড়ছে।

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ও সকালে গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের মঈন উদ্দীন-ফখরুদ্দিনরা কিন্তু এই অপরাধের দোষে দুষ্ট। শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই অন্তর্বতীকালীণ সরকারকে আমরা সাবধান করে রাখতে চাই। যদিও অন্তবর্তীকালীণ সরকারের প্রধান উপদেস্টাসহ বেশির ভাগ উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আন্তরিক, দু’একজন বোঝাবুঝির ঘাটতি আছে। তাদেরকে আমরা পরিস্কারভাবে বলতে চাই, জনগণ একটা অবাধ নির্বাচন করবে। সেই নির্বাচনের জন্য যেটুকু জরুরি সংস্কার সেটুকুর জন্য আমরা প্রস্তুত। বাকি সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। কিন্তু জনগনকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্র, সরকার, গনতন্ত্র, সংবিধান ও নির্বাচন থেকে বিচ্ছিন্ন রেখে সরকার পরিচালনার পক্ষে আমরা না। এই সরকার যতক্ষণ পর্যন্ত আন্তরিক ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে আছি।
দুপুরে স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট এ.কে নূর উদ্দিন আহমেদ, গৌরনদী থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী বন্ধু দাস, প্রাক্তন শিক্ষক ও শিক্ষাথী মো. হারুন অর রশিদ প্রমূখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, কালবের জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৩৩ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ