স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম পাতা » পিরোজপুর » স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শনিবার ● ৪ জানুয়ারী ২০২৫


স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  শনিবার (৪ জানুয়ারি) সকালে এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিদ্যালয় প্রঙ্গন থেকে শুরু হয়ে পৌর শহরের জগন্নাথকাঠী বন্দর প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শিক্ষক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কেক কাটা হয়। পরে বিদ্যালয়ের বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে অলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইমলাম ফরিদ, সাবেক প্রধান শিক্ষক  মো. শাহ আলম বাহাদুর, স্বপন দত্ত, মোঃ আতিকুল্লাহ, মোঃ ওয়াহিদুজ্জামান মানিক প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৮ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ