ছাতকে মাদক কারবারিকে ৬মাসের কারাদন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে মাদক কারবারিকে ৬মাসের কারাদন্ড
শনিবার ● ৪ জানুয়ারী ২০২৫


ছাতকে মাদক কারবারিকে ৬মাসের কারাদন্ড

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। গত শুত্রুবার(৩ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ড প্রাপ্ত  আসামী হলেন, আফজাল হোসেন(৫২)। সে উপজেলার নোয়ারাই ইউপির জয়নগর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। গত শনিবার(৪জানুয়ারি) সকালে ছাতক থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ড প্রাপ্তকে জেলা কারাগারে প্রেরন করা হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ারাই ইউপির জয়নগর ও নোয়ারাই বাজার, সিমেন্ট কারখানার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে (১০০ গ্রাম গাজা পুড়ি) নিয়ে ঘোরাফেরা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোলা মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা জয়নগর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে আফজাল হোসেনকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ১শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে  উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অফিস কক্ষে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফজাল হোসেনকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা অর্থদন্ড দেয়া হয়।
এব্যাপারে উপজেলার নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম কারাদণ্ড প্রদানের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৫ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ