ভর্তির ব্যানারে হাসিনার বাণী গৌরনদীতে প্রধান শিক্ষিকার অনিয়ম!

প্রথম পাতা » বরিশাল » ভর্তির ব্যানারে হাসিনার বাণী গৌরনদীতে প্রধান শিক্ষিকার অনিয়ম!
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫


 

---

সাগরকন্যা গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

 

বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্ব মূলক আচরণের অভিযোগ উঠেছে। নতুন বছরে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও বাণী লেখা ব্যানার প্রদর্শণের প্রমাণও মিলেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের একটি অংশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই সাথে বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করারও অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে।

একাধিক শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের গেটে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেনীতে ভর্তির জন্য শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ লেখা সম্মিলিত একটি ব্যানার টানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যনারটি স্থানীয়দের নজরে এলে এলাকায় রীতিমত তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা ওই শিক্ষিকার বদলী ও শাস্তির দাবী জানান। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে যে কোন সময় ওই শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার বলেন, যে শেখ হাসিনার হাতে দেশের এতগুলো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেল, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নাই। সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নাম ও বাণী শিক্ষার্থী ভর্তির ব্যানারে লেখা মানে জুলাই আগস্টে নিহত শহীদদের নিয়ে হাসি তামাশা করার সামিল। এছাড়া ওই শিক্ষিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না  করে অভিবাবকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেছে বলেও  অভিযোগ করেন এই বিএনপি নেতা।

এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার বলেন, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে।

গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:২৭ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ