গৌরনদীতে ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫


 

---

সাগরকন্যা গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে নদী তীরের মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারের দায়ে এমএসএস ইটভাটায় মালিক আল-মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বৃহস্পতিবার বিকালে বাউরগাতি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। পরে ফায়ার সার্ভিসের সমন্বয়ে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। এ বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সাগরকন্যাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হবে।

 

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৬ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ