কাউখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫


 

---

সাগরকন্যা কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥ 

পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্ছিত ও  দুর্নীতি-অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের শিয়ালকাঠী চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহিন হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, সমাজসেবী গিয়াস উদ্দিন তালুকদার, মইনুল ইসলাম চুন্নুতালুকদার, মুসলেম মোল্লা প্রমূখ।

এ সময় বক্তারা বলেন গাজী সিদ্দিকুর রহমান ইউপি সদস্য মামুন হাওলাদারসহ দু’টি হত্যা মামলার আসামি, আওয়ামী লীগ আমলে বিনা ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তিনি ত্রাস সৃস্টি করে ইউপি নির্বাচনে অন্য কোন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয় নাই, নির্বাচনের পূর্বে ২০২৩ সালের ১৭ জুন উপজেলা আওয়ামীলীগের এক সভায় পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, ‘শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কিসের? আর ইলেকশন যদি হয়, বুঝে নেবেন ইলেকশন কাহাকে বলে।’এরপরে যদি কেউ মনোনয়নপত্র দাখিল করে থাকলে তারা তুলে নিয়ে যান। এইভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিনা প্রতি›দ্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। ৎ

তিনি নির্বাচিত হওয়ার পর কোনো আইনের তোয়াক্কা না করেই ইচ্ছা খেয়াল খুশির মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন, এ সময় বক্তারা আরো অভিযোগ করে বলেন কোন মেম্বারদের কোন কথায় কর্ণপাত করেন না চেয়ারম্যান। তারা আরো বলেন, পরিষদের সদস্য ও সদস্যদের কোনোরূপ মূল্যায়ন না করে সবাইকে পাশ খাটিয়ে সুবিধা ভোগ করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করে দিচ্ছে।প্রতিবাদ করলে দলীয়  প্রভাব খাটিয়ে মারাত্মক উগ্র আচরণ করত।

অবিলম্বে ইউপি চেয়ারম্যানকে অপসারন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি করেন বক্তারা।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, তিনি যা কিছু করেছেন, পরিষদের সদস্যদের নিয়ে আইনগতভাবেই করেছেন।

 

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ