চরফ্যাসনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম পাতা » ভোলা » চরফ্যাসনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫


 

---

সাগরকন্যা চরফ্যাসন প্রতিনিধি॥

ভোলার চরফ্যাসনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, রক্তদানকর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরের পর থেকে পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও উপজেলার ২১ ইউনিয়ন থেকে খন্ড খন্ড  মিছিলে মিছিলে মুখরিত হয়ে ফ্যাসন স্কয়ারে বর্ণাঢ্য র‍্যালীতে মিলিত হয় কয়েকহাজার নেতাকর্মী।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী মূর্তজা, সদস্য সচিব জাহান সিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মির মিজানুর রহমান , পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের আহবায়ক মির সোহাগ, সদস্য সচিব নুরে আলম মৃধা প্রমুখ।

 

এছাড়ও উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় বক্তরা বলেন, ৪৬ বছরের  ঐতিহ্যবাহি চৌকস ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়ে ও মানুষিকভাবে সুস্থ-সুন্দর প্রজম্ম গঠন করাই ছাত্রদলের মূল নীতি,  লক্ষ ও উদেশ্য। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সর্বদা প্রস্তুুত।

বাংলাদেশ সময়: ২১:২৬:১০ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ