২০২৫ সালকে বরণ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » বরিশাল » ২০২৫ সালকে বরণ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫


 

---

সাগরকন্যা গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥

 

খ্রিষ্টবর্ষ ২০২৫’কে বরণ উপলক্ষ্যে বুধবার দিনব্যাপী বরিশালের গৌরনদী উপজেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল কমপ্লেক্সে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে আরকেঞ্জেল মেডিকেল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. মনির হোসেন। হাসপাতালের চেয়ারম্যান মো. খোকন মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন।

বক্তব্য রাখেন, হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন খান, ম্যানেজার এডমিন আরিফিন রিয়াদ প্রমূখ। স্বাস্থ্য সেবা ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. তৌকির আহম্মেদ ও ডা. জাসিয়া সিদ্দিকী।

 

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৫ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ