নাজিরপুরে মাদক বিরোধী সমাবেশে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে মাদক বিরোধী সমাবেশে শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


নাজিরপুরে মাদক বিরোধী সমাবেশে শীতবস্ত্র বিতরণ

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

স্টুডেন্টস’ ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শেখমাটিয়া ইউনিয়নের ৭৫নং পশ্চিম বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

স্টুডেন্টস’ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর থানার অফিসার ইন-চার্জ মো. মাহমুদ আল ফরিদ ভুইঁয়া,

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটন, জামায়াত নেতা মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও দৈনিক সমকাল পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মুহাম্মাদ তাওহীদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাজিরপুর উপজেলা সংবাদদাতা, মো. আল-আমিন হোসাইন, মো. কাওছার হাওলাদার, মো. রেজওয়ানুল হক মনির, জহিরুল ইসলাম প্রমূখ।

বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরকে ঘিরে সবাই যখন ব্যাস্ত নানা রকম আনন্দ-আয়োজনে, ঠিক তখন স্টুডেন্টস’ ওয়েলফেয়ার সোসাইটি সামাজিক মরণব্যধি নেশার বিরোদ্ধে যুব সমাজকে সচেতন করতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য স্টুডেন্টস’ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ১’শত কম্বল বিতরন করা হয়।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫১:০০ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ