চরম ভোগান্তিতে মানুষ চরফ্যাশনে জমি বিক্রি-নামজারি বন্ধে রাজস্ব হারাচ্ছে সরকার

প্রথম পাতা » ভোলা » চরম ভোগান্তিতে মানুষ চরফ্যাশনে জমি বিক্রি-নামজারি বন্ধে রাজস্ব হারাচ্ছে সরকার
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


 

---

ভোলার চরফ্যাশন থেকে আমির হোসেন॥

 

চরফ্যাশন উপজেলায় ২মাস ৪দিন পর্যন্ত অনলাইন সার্ভার বন্ধ থাকায় নামজারি জমাখারিজ কার্যক্রম বন্ধ রয়েছে। সাধারণ মানুষ দিতে পারছেনা ভূমি উন্নয়ন কর। এ্যাসিল্যান্ডের পদটি শূন্য। জমিজমা বেচা-কেনা বন্ধ থাকায় সরকার কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।স্থবির হয়ে পড়েছে  ভূমি অফিসের স্বাভাবিক কাজকর্ম।

সরেজমিন পরিদর্শন করে জানা যায়, চরফ্যাশন উপজেলার পৌরসভাসহ ২২টি ইউনিয়নে ৭৯টি মৌজা রয়েছে। ২৬ নভেম্বর/২৪ তারিখ সন্ধ্যা থেকে সরকারে ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ নামজারি দাখিলা আদান প্রদানের সফটওয়ারটি বন্ধ করে দেয়া হয়। ফলে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। উপজেলায় মোট জমির পরিমান ২৫লাখ ৩হাজার ৩৬একর জমি রয়েছে।

ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতি নামজারি থেকে সরকার রাজস্ব পায় ১১শ‘৭০টাকা। প্রতিমাসে প্রায় ১৫শ‘ নামজারি হয়। ২মাস ৪দিনে সরকার ৪৩লাখ ২৯হাজার টাকা রাজস্ব হারাচ্ছে শুধু নামজারি থেকে। সার্ভার বন্ধের ফলে জমির খাজনা দাখিলা কাটতে পারছেনা গ্রাহক। ভূমি উন্নয়ন কর না দেয়ায় সরকার প্রায় ৪০লাখ টাকা থেকে রাজস্ব থেকে বঞ্চিত রয়েছেন।

অফিস  সহকারী  মোহাম্মদ  আলী  বলেন, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ২৯১টি মিসকেইসসহ সরাসরি ভূমি সেবা কার্যক্রম  থেকে বঞ্চিত হচ্ছে সাধারন গ্রাহকগন।

উপজেলার মধ্যে চরফ্যাশন সদর, শশীভূষণ,দক্ষিণ আইচা ও দুলারহাট থানার ৪টি সাবরেজিষ্টার অফিস রয়েছে। সরকারের নামজারি ও জমাখারিজের সার্ভার বন্ধ থাকায় ৩১ডিসেম্বর/২৪ তারিখে পর্যন্ত ২মাস ৪দিনে স্থানীয় কর, পৌর কর ও ভূমি করের প্রায় কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত রয়েছে সরকার।

দুলারহাট থানাধীন আহাম্মদপুরের ফরিদাবাদ মৌজার বান্দিা নুরুল ইসলাম বলেন, আমি নামজারি জমা খারিজের জন্যে জমি বিক্রি করতে পারছিনা। দীর্ঘ ২মাস অপেক্ষা করছি ব্যাংকের ঋণ পরিশোধ করা জন্যে টাকার প্রয়োজন। বিক্রি অভাবে ২০২৪সাল ডিসেম্বরেও সুদের পরিমান বেড়ে যাচ্ছে।

চরফ্যাশন সাব-রেজিষ্টার অফিসের অফিস সহকারী মো. খলিলুর রহমান বলেন, সার্ভার বন্ধের জন্যে আমাদের অফিসে  এখন আর দলিল পত্র তেমন হয়না। কবে সচল হবে তাও জানিনা।

চরফ্যাশন ইউএনও এ্যাসিল্যান্ডের পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রাসনা সারমিন মিথি বলেন, সরকারের নতুন সফটওয়ার চালু  হলে সব ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫৮ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ