গৌরনদীতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে পুকুরে  বিষ প্রযোগে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা। সোমবার বিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের আ. মজিদ বেপারীর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
পুকুর মালিক আ. মজিদ বেপারী বলেন, গত এক বছর পূর্বে আমাদের  বাড়ির পুকুরে  রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির    মাছ চাষ করি। পুকুরে প্রতিদিন মাছের খাবার দিয়ে আসছি। ঘুম থেকে উঠে গতকাল মঙ্গলবার ভোরে পুকুর ঘাটে হাত মুখ ধুঁতে  গিয়ে  পুকুরে লক্ষাধিক টাকার মরা মাছ ভাসতে দেখি।   খবর পেয়ে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে এসে পুকুর পাড়ে মরা মাছ ধেকতে ভিড় করে ।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ  করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৫ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ