কলাপাড়ায় আভাস সুন্দরবন কোয়ালিশন স্কিম পরিদর্শন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আভাস সুন্দরবন কোয়ালিশন স্কিম পরিদর্শন
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


 

বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

সাগরকন্যা (পটুয়াখালী) প্রতিনিধি॥ 

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রতি পযালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লতাচাপলী ইউনিয়ন গোলাপ প্রতিবন্ধী কার্যালয়ে সোমবার এ সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাপ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতেত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ধূলাসর ইউপি সদস্য উম্মে হাফসা রিপা।

 

সভায় কোয়ালিশনের গত এক বছরের কাজগুলো উপস্থাপন করেন সুন্দরবন কোয়ালিশনের প্রকল্প সমন্বয়কারী আলি আহসান। এসময় এক দৃষ্টি প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য নগদ ১০ হাজার টাকা ও অপর এক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। পরে ধূলাসর উপকুল উন্নয়ন সমবায় সমিতি’র একটি থ্রি হুইলার ইঞ্জিন চালিত মোবাইল এ্যাম্বুলেন্স আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ৭:৩১:২৩ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ