কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


 

---

কলাপাড়া থেকে এ এম মিজানুর রহমান বুলেট॥

 

পটুয়াখালীর কলাপাড়ায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়জনে উপজেলার লালুয়া ও ধুলাসার ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর  মাঝে জরুরী সাড়াদান  ও পূর্ণবাসন সহায়তা  প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদে মাঝে সহায়তা  প্রদান করা হয়েছে।

 

এ অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলার  লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস,  প্রধান অতিথি, মোঃ আছাদ উজ্জামান খান, সহকারী পরিচালক, সিপিপি, কলাপাড়া, বিশেষ অতিথি, , মোঃ মজিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, লালুয়া ইউনিয়ন পরিষদ,  সঞ্চালনা করেন  মোঃ জামাল হোসেন,কারিতাস কলাপাড়া উপজেলা। লালুয়া ৭৫ ও ধুলাসার ৭৫ সর্বোমোট ১৫০ জনকে ঘূর্ণিঝড় রিমাল ২০২৪ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীদের মাঝে জরুরী সারাদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের মাধ্যমে আট হাজার টাকা করে  এক লক্ষ বিশহাজার টাকা- জীবিকা সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ