নেছারাবাদে থার্টি ফার্স্ট নাইটের শৃঙ্খলা বিধানে সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে থার্টি ফার্স্ট নাইটের শৃঙ্খলা বিধানে সভা
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে থার্টি ফার্স্ট নাইটের শৃঙ্খলা বিধানে সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে পটকা, আতশবাজিসহ উচ্চ মিউজিক বাজিয়ে ডিজেপার্টি করা, ফানুস ওড়ানো যাবে না। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে বিশেষ আইনশৃংখলা সভায় “থার্টি ফার্স্ট নাইট” উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নেছারাবাদ উপজেলার দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী টিম এবং নেছারাবাদ থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নেছারাবাদ উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেছেন সভায় উপস্থিত সেনাবাহিনীর মেজর মোঃ আশরাফুল ইসলাম । গভীর রাতঅব্দি ও কেউ উচ্চস্বরে ডিজেপার্টি ও গাড়ির হর্ন বাজালে ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনে মহাসড়কে চেকপোস্ট বসানো হবে বলেও জানানো হয়। তবে নিয়ম শৃঙ্খলার সাথে থার্টি ফাস্ট নাইট উদযাপন করা যাবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়েছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সবাই উপস্থিত ছিলেন উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আশরাফুল ইসলাম , উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মোঃ রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার নেছারাবাদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা জামায়তের আমির মো. আবুল কালাম আজাত প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ