নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে পাগরি প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে পাগরি প্রদান
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪


নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে পাগরি প্রদান

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ১ম বার্ষিক আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ০২ টায় নাজিরপুর স্টেডিয়াম মাঠে মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ও জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ মাওঃ মুস্তাফীজুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক

হাফেজ নিয়াদ হাসান ফুয়াদ এর পরিচালনায় এ কেরাত সম্মেলন ও পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে তেলাওয়াত করেন, মিশরের আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের স্কলার, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ক্বারীদের মধ্যে অন্যতম শায়েখ ক্বারী ঈদী-সাবান আফ্রিকার দেশ তানজেনিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত, ইরান, ভারত ক্বেরাত প্রতিযোগীতা ২৪ এর চ্যাম্পিয়ান আবুজার গেফারি, মিশর আল-আজাহার বিশ্ববিদ্যালয় থেকে আগত, ক্বারী আব্বাস আল-আজাহার ও দেশ টিভির ভাষ্যকার ও ধর্মীয় আলোচক হাফেজ ক্বারী নেছার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, মাওলানা রুহুল আমীন,  মাওলানা ফেরদাউসুর রহমান, শায়েক হাফিজুর রহমান, হাফেজ হাবিবুল্লহ্ বেলালী, মুফতি আবুল বাশার, মাষ্টার খালেকুজ্জামান প্রমূখ।

ক্বেরাত সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন আল-মোমতাজ, নির্ভীক, নবতরঙ্গ ও উর্দু নাশিদ (মোঃ তবিবুর রহমান), সহ বিভিন্ন ইসলামী শিল্পীগোষ্ঠী তাদের সংগীত পরিবেশন করেন।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৬ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ