গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে  বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্দ্যা ৭টার দিকে উপজেলার সেক্রেড হার্ট সেন্টারের হলরুমে পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী কবি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ ড. হারিস মিজান, কবি আব্দুল হাকিম, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহির, কবি রতœ শিকদার রেজাউল করিম, প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, কবি মো. শাহ আলম সেরনিয়াবাত। বক্তব্য রাখেন কবি ডা. মণীষ চন্দ্র বিশ্বাস, কবি বিনয় ঋষি, কবি চায়না দেবনাথ, কবি ঝর্না দাস লাবনী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি বেল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:২৬ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ