গৌরনদীতে অনৈতিক কার্যকলাপের দায়ে ২কৃষি কর্মকর্তা আটক!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অনৈতিক কার্যকলাপের দায়ে ২কৃষি কর্মকর্তা আটক!
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে অনৈতিক কার্যকলাপের দায়ে ২কৃষি কর্মকর্তা আটক!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

অনৈতিক কর্মকান্ডের সময় বরিশালের গৌরনদীতে পরকীয়া প্রেমিক-প্রেমিকা উপ-সহকারী দুই কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় মি. সাগর গোমেজের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া পরকীয়া প্রেমিক উপ-সহকারী কৃষি কর্মকার্তা দীপঙ্কর বাড়ৈ’র বাসার ভেতর পরকীয়া প্রেমিক ও প্রেমিকাকে আটক করা হয়। তবে রহস্যজনক কারণে কতিপয় ব্যক্তির সহযোগীতায় আটককৃত দীপঙ্কর বাড়ৈকে পালাতে সুজোগ করে দেয়ায় ওই বাসার ভেতরে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক ওই নারী (প্রিয়াংকা ভক্ত) কর্মকর্তা অনশন শুরু করেছে।
অনশনরত ওই নারী কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উপজেলা কৃষি অফিসে একই পদে চাকুরী করার সুবাধে গত এক বছর পূর্র্বে দীপঙ্কর বাড়ৈর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নিয়ে দীপঙ্কর আমার সাথে দৈহিক মেলামেলা করে। তার (দীপঙ্কর) স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে বাসা খালি থাকার সুযোগে বৃহস্পতিবার রাতে আমাকে (প্রিয়াংকা) তার (দীপঙ্কর) বাসায় আসতে বলে। আমি ভোররাত ৪টার দিকে দীপঙ্করের ভাড়াটিয়া বাসায় আসি। প্রতিবেশীরা টের পেয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে আমাদের ২জনকে হাতেনাতে আটক করে। আমাকে তার বাসায় ফেলে রহজস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যায়। এ ঘটনার পর বিয়ের দাবিতে আমি দিপংকরের বাসায় এখন অনশন শুরু করেছি।
এ ব্যাপারে বাড়ির মালিক মি. সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকান্ডের  সময় আমার বাসার ভাড়াটিয়া দীপঙ্করকে একটি মেয়েসহ আটক করে স্থানীয়রা। এ সময় রহজস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যাওয়ার কারণে মেয়েটি বিয়ের দাবিতে বাসার ভেতরে অনশন শুরু করেছে।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৫ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ