নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের জেলা প্রশাসক নেছারাবাদের প্রান্তিক মুরগির খামারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার সংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, খামারী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন প্রমুখ। এরপরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপজেলার এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল), সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট লোড পয়েন্টে দরিদ্রদের মাঝে শুকনা খাবারের প্যাকেট, উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে অসচ্ছল কৃষকদের মাঝে কৃষি উপকরণ (বীজ ও সার) ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুইয়া, সহকারী কমিশনার(ভুমি) মো. রায়হান মাহামুদ,উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৩ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ