বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু নাগরিকরা স্বাধীনতা ভোগ করতে পারে নাই- জহিরউদ্দিন স্বপন

প্রথম পাতা » বরিশাল » বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু নাগরিকরা স্বাধীনতা ভোগ করতে পারে নাই- জহিরউদ্দিন স্বপন
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪


বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু নাগরিকরা স্বাধীনতা ভোগ করতে পারে নাই- জহিরউদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ সদস্য এম, জহিরউদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হয়। আমাদের ভাবতে লজ্জা লাগে বাক-স্বাধীনতার জন্য, আমাদের নাগরিক ও সামাজিক অধিকারের জন্য প্রাণ দিতে হয়। আপনারা মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন। অথচ এই স্বাধীন বাংলাদেশেই গত ১৭ বছর আমিসহ আমার সহকর্মীরা এই এলাকাতে আসতে পারে নাই। তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই। গত ১৬/১৭ বছরের এই দৃশ্যপট দেখলেই বোঝা যায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতা ভোগ করতে পারে নাই।
বরিশালের গেীরনদী পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিল্পবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব  মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুল রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জহিরউদ্দিন স্বপন আরো বলেন, গত পাঁচ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবিক মর্যাদাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ আবু সাঈদসহ হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আবার আমাদের নতুন করে মুক্ত করতে হয়েছে। মানুষের কাছে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। খুবই দুর্ভাগ্যজনক এই কাজে আমাদের প্রধান শত্রু ছিল বাংলাদেশ আ’লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নির্মমভাবে এই দেশ ছাড়তে হয়েছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৫:২৬ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ