নেছারাবাদে পুর্ব বিরোধে ৩জনকে কুপিয়ে জখম

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পুর্ব বিরোধে ৩জনকে কুপিয়ে জখম
রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে পুর্ব বিরোধে ৩জনকে কুপিয়ে জখম

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে পুর্ব বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে পিটিয়ে জখম অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ক্রিটেক খেলা দেখতে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগদল ইউনিয়নের একতা বাজার সংলগ্ন টোল ঘরের সম্মুখে।
সংঘর্ষে সাকিব (৩১), রাকিব (২৪) ও আবদুল্লাহ (১৯) নামে তিন জন আহত হয়। এ ঘটনায় শনিবার বিকেলে সাকিব বাদী হয়ে কালাম হাওলাদার (৫৫),সিফাত হাওলাদার (২৪) ,আসমান হাওলাদার (২৮),রানা হওলাদার(৩০),জামাল হাওলাদার নামীয় সহ ১০/১৫ অজ্ঞাত আসামী দিয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে আলকিরহাটে যাওয়ার পথে একতা বাজারের টোল ঘরের সামনে পৌছলে কালাম হাওলাদার গংরা চাপাতি লোহার রড়, শাবল দিয়ে সাকিবদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাকিব,রাকিব ও আবদুল্লাহ আহত হয়। গুরুতর আহত সাকিব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, ঘটনা সংক্রান্তে থানায় মামলা হয়েছে। সিফাত নামে একজনকে গ্রেফতার করার হয়েছে বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:২২ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ