গৌরনদীতে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে  শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধান শিক্ষিকার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকরা  ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা  চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীণ সময়ে শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক  অভিযোগ করে বলেন, হরিসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবত স্কুলে অনিয়ম করে আসছিলেন। সহকারী শিক্ষকদের অনিয়মের বিষয়টি তুলে ধরে গত ১০ জুলাই উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন ছাত্র ছাত্রীর অভিভাবকরা। তবে অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগসাজসে উল্টো প্রধান শিক্ষিকা নিপা রানীকে বদলী করা হয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে এবং অনিয়মকারী সহকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, প্রধান শিক্ষিকার বদলীর বিষয়ে কোন যোগসাজস নেই। তাছাড়া এলাকাবাসী পূর্বে যে অভিযোগ করেছিলেন। তা তদন্ত করে জেলা শিক্ষা অফিসে রিপোর্ট পাঠানো হয়েছিলো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, ওই স্কুলের অভিভাবকদের  লিখিত আবেদন পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৯ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ