নাজিরপুরে ক্ষুদ্রঋণে গতিশীলতা আনতে প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ক্ষুদ্রঋণে গতিশীলতা আনতে প্রশিক্ষণ
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪


নাজিরপুরে ক্ষুদ্রঋণে গতিশীলতা আনতে প্রশিক্ষণ

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিং এর সভাপতিত্বে সমাজসেবা অফিস কার্যালয়, গণ মিলনায়তন কেন্দ্রে,

বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন, মো. ইকবাল কবির উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুর, মো. ইব্রাহিম খলিল সহকারী পরিচালক-০১ জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুর, মো. জাকির হোসেন হাওলাদার সহকারী পরিচালক-০২ জেলা সমাজসেবা কার্যালয়।

এ সময় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে শীর্ষক প্রশিক্ষণে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কোর্স পরিচালনা করেন নাজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহাবুব ও কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন মো. জানে আলম ফিল্ড সুপারভাইজার উপজেলা সমাজসেবা কার্যালয়।

এ প্রশিক্ষণে কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা।

সরকারি অর্থ আদায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ।

দারিদ্র্য বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।


এএএইচএমআর

বাংলাদেশ সময়: ০:২২:০২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ