গৌরনদীতে স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাঁধা উপেক্ষা করে গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ আলহাজ মো. কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  লক্ষাধিক টাকা মূল্যের ৬টি চাম্বুল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে  পাওয়া গেছে।  স্থানীয়  বিএনপির কর্মী  নুর ইসলাম হাওলাদারের বিরুদ্ধে  ওই  সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্কুুলের জমিদাতা মৃত কবির মিঞার ছেলে বেলাল মিঞা অভিযোগ করে বলেন, উপজেলার  পশ্চিম সমরসিংহ গ্রামের  বিএনপির কর্মী নুর ইসলাম হাওলাদার   ১৫/২০ জন শ্রমিক নিয়ে মহান বিজয় দিবসের বন্ধের সুযোগে (সোমবার) ভোরে আলহাজ মো. কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাম্বুল গাছ কাটতে শুরু করেন। গাছ কাটার সময় আমরা বাঁধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে ১৫/২০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে  লক্ষাধিক টাকা মূল্যের ৬টি চাাম্বুল গাছ কেটে নিয়ে যায়। তাৎক্ষনিক আমি (বেলাল) বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহামন এসে গাছ কাটতে নিষেধ করেন। তিনি চলে যাওয়ার পর পূনর্রায় গাছগুলো কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি কর্মী  নুর ইসলাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, গত ৩০/৩২  বছর পূর্বে আমার জমিতে আমার লাগানো গাছ এখন আমি কেটেছি।
গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহমান বলেন, বাঁধা উপেক্ষা করে সরকারি  স্কুলের গাছ কেটে নেওয়ার বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন,  বিষয়টি তদন্ত  সাপেক্ষে  প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া  হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৯:১৯ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ